Evergreenbangla - banglalyrics.evergreenbangla.com - Bangla Lyrics | বাংলা লিরিক

Latest News:

নিম তিতা নিষিন্দা তিতা 14 Jun 2013 | 07:13 pm

নিম তিতা নিষিন্দা তিতা, তিতা পানের খয়ের তাহার চাইতে অধিক তিতারে দুই সতীনের ঘর। পৌষ মাসে পিঠা মিঠা আর মিঠা পান তাহার চাইতে অধিক মিঠারে বৌয়ের ছেড়া কাঁথা খান। চিনি মিঠি, মিষ্টি মিঠা মিঠা দুধের সর তাহার চ...

ও রাই জাগো গো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই 28 May 2013 | 01:24 am

ও রাই জাগো গো, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া যাচ্ছো গো রাই ঘুমাইয়া ও রাধে, কূল-কলঙ্কের ভয় কি তোমার নাই…গো ওহ…জয় রাধে বাসী ফুল জলে ফেলে, কোন শ্যামে...

আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে (বাউড়ি বাতাসে) 17 May 2013 | 07:48 am

আমি তোমার হাতের ঘুড়ি হব খোলা আকাশে ইচ্ছে মতন উড়াও আমায় বাউড়ি বাতাসে বন্ধু।। যত দূর যাওনা কেন, নাটাই তোমার সাথে ইচ্ছে হলেই টানবে সুতো আসবো তোমার হাতে আমি তোমার মনের খুশি হয়ে থাকবো তোমার পাশে ইচ্ছে মতন ...

প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে 6 May 2013 | 02:39 am

প্রাণ সখিরে, বাবলা বনের ধারে ধারে বাঁশি বাজায় কে বাঁশি বাজায় কে রে সখি বাঁশি বাজায় কে মন দিয়াছি প্রাণ দিয়াছি ভালোবাসি তারে আমি —————— রাখাল বন্ধু (পালাগান) গীতিকার: আবদুল হাই মাশরেকী

কৃষ্ণ আমার আঙিনাতে আইতে মানা করি 6 May 2013 | 02:32 am

কৃষ্ণ আমার আঙিনাতে আইতে মানা করি। মান ছাড় কিশোরী। যাও যাও রসরাজ, এইখানে নাহি কাজ যাওগি তোমার চন্দ্রাবলীর বাড়ি। চন্দ্রাবলীর বাসরেতে সারারাত পোহাইলার রঙ্গে এখন বুঝি আইছ আমার মন রাখিবারে। ভাবিয়া রাধার...

মান ভাঙ রাই কমলিনি চাও গো নয়ন তুলিয়া 6 May 2013 | 02:31 am

মান ভাঙ রাই কমলিনি চাও গো নয়ন তুলিয়া কিঞ্চিত দোষের দোষী আমি চন্দ্রার কুঞ্জে গিয়া। এক দিবসে রঙে ঢঙে গেছলাম রাধার কুঞ্জে সেই কথাটি হাসি হাসি কইলাম তোমার কাছে। আরেক দিবস গিয়া খাইলাম চিড়া পানের বিড়া...

এমন মায়ার কান্দন আর কাইন্দোনা রাই বিনোদিনী 5 May 2013 | 02:37 am

এমন মায়ার কান্দন আর কাইন্দোনা রাই বিনোদিনী, রাই বিনোদিনী এগো কান্দিলে না আর আসিবে শ্যামচাঁন গুণমণি, শ্যামচাঁন গুণমণি তুমি না ছিলায় গো রাধে আয়ানের ঘরণী, আয়ানের ঘরণী কেনো ভাগিনার প্রেমে মন মজাইয়া হইলা ক...

বন্ধু কাজল ভ্রমরারে 24 Apr 2013 | 08:59 am

ও কী ও বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে।। যদি বন্ধু যাবার চাও ঘাড়ের গামছা থুইয়া যাও রে বন্ধু কাজল ভ্রমরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে বটবৃক্ষের ছায়া যেমন রে মোর...

আমি আছি থাকবো ভালোবেসে মরবো 23 Apr 2013 | 08:14 am

আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে কপালে টিপ দিয়েছি যাব সময় হলে দোহাই লাগে তোমার ঘরের বাহির কইর না দোহাই লাগে তোমার আমারে পাগল কইরো না আগুন...

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা 23 Apr 2013 | 07:49 am

বন্ধুরে কই পাবো সখি গো সখি আমারে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা সাধে সাধে ঠেকছি ফাঁদে গো সখি দিলাম ষোল আনা আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা...

Related Keywords:

viral fever, গ, helal hafiz, কাম, মিলা, evergren bagnla, sikim, nakul kumar biswas

Recently parsed news:

Recent searches: